উসাইন বোল্ট খবরের শিরোনামে থাকতেই সব সময় পছন্দ করেন। ট্র্যাকে নেমে বিদ্যুৎ গতিতে একশো, দুইশো মিটার শেষ করে দেন বোল্ট। চোখের নিমেষেই দর্শকরা দেখেন সবার আগে দৌড় শেষ করছেন জ্যামাইকান স্প্রিন্টার। এদিকে রিও অলিম্পিক শেষ হওয়ার পর থেকেই বোল্ট একের পর এক সমালোচনায় জড়িয়েছেন।
রিওতে জেডি ডুয়ার্টের সঙ্গে রাত কাটিয়েছেন। সেই নারী আবার বোল্টের সঙ্গে রাত কাটানোর অভিজ্ঞতা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ দিয়েছেন সংবাদমাধ্যমে। রিওর পরে লন্ডনেও পার্টি চালিয়ে গেছেন বোল্ট। পানির মতো টাকা উড়িয়েছেন সেই সব পার্টিতে। বোল্টের অসংযমী জীবনযাপনের পরে তার বান্ধবী কেসি বেনেট প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। লোকলজ্জার ভয়েই হয়তো গোড়ার দিকে মুখ খোলেননি বেনেট। বোল্ট ক্রমাগত সমালোচনায় জড়িয়ে পড়ছেন দেখে বেনেট টুইট করেন, ‘‘আত্মসংযমের দরকার।’’ বান্ধবীর কাছ থেকে এ ছোট বক্তব্যই যথেষ্ট।
মজার ব্যাপার হল বোল্ট নাকি এখন নতুন প্রেমে পড়েছেন। তবে তিনি কোন নারীর প্রেমে পড়েননি। বেনেটের বিখ্যাত প্রেমিক বোল্ট এখন মটরবাইকের প্রেমে পড়েছেন। এখন চুটিয়ে মোটারবাইক চালানো শিখছেন।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৭