তিন ম্যাচে নিষিদ্ধ হলেন সের্গিও আগুয়েরো। ম্যানসিটির আপিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) খারিজ করে দেয়ায় শাস্তি পেতেই হচ্ছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে।
এর ফলে ১০ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে খেলা হবে না আগুয়েরোর। লীগ কাপে বোর্নমাউথ এবং সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নামা হবে না তার।
গত ২৮ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জেতা ৩-১ গোলের ম্যাচে আগুয়েরো কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন প্রতিপক্ষের উইন্সটন রেইডকে। রেফারি আন্দ্রে ম্যারিনার অবশ্য তার ম্যাচ রিপোর্টে ওই ঘটনার উল্লেখ করেননি। ম্যানসিটি অভিযোগ নাকচ করার জন্য আবেদন করেছিল। কিন্তু শুক্রবার এফএ এক ঘোষণায় আগুয়েরোর শাস্তির বিষয়টি নিশ্চিত করে।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন