চলতি সপ্তাহেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক। ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী রোনালদিনহো আবার এই অলিম্পিক আসরের শুভেচ্ছাদূত। নিজের দায়িত্ব বেশ গুরুত্বের সাথেই পালন করছেন বোঝা যাচ্ছে। কারণ এ অলিম্পিকের থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন তিনি।
নিজ দেশের দুই সঙ্গীতশিল্পী ঝামা এবং পাবলো লুইজের সাথে পর্তুগিজ ভাষার রচিত ওই গানে কণ্ঠ দেন রোনালদিনহো। গানটির শিরোনাম 'এও সোদা মুনদো, উম বেন্সেদোর'। যার বাংলা করলে দাঁড়ায়, 'আমি এসেছি পৃথিবী থেকে, বিজয়ী হয়ে।' রোনালদিনহো নিজেও প্যারা অলিম্পিকের ভক্ত। তিনি জানান, এই অ্যাথলেটদের সাহস, সংকল্প আর অধ্যাবসায় থেকে অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছেন।
সাবেক এই মিলান ও বার্সেলোনা তারকা বলেন, এই অ্যাথলেটদের কথা মাথায় রেখেই আমরা গানটি করি, যাতে তাদের আমরা শক্তি আর উৎসাহ দিতে পারি। তারা বিজয়ীর চেয়েও বেশি কিছু, তারা সুপার অ্যাথলেট। তাদের খেলা দেখতে দর্শকদের মধ্যে আমিও থাকবো।
ব্রাজিলিয়ান প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ পার্সনস বলেন, যখন রোনালদিনহো আমাদের সাথে গানটির বিষয়ে কথা বললেন এবং আগ্রহ দেখালেন, আমাদের মনে হয়েছে এটাই তো অ্যাথলেটদের জয়ের প্রেরণা। আমরা আশা করছি দর্শকরাও পছন্দ করবেন গানটি।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা