টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শনিবার দিবাগত রাত ৯টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রবিবার বিকালে শেরেবাংলায় বিসিবি কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলবেন 'পেস ব্যাটারি’ খ্যাত এই ক্যারিবীয় তারকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হিথ স্ট্রিক চলে যাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের পদটি এতোদিন শূন্য ছিল। এবার সেই জায়গায় ২০১৯ সাল পর্যন্ত কাজ করবেন ওয়েস্ট ইন্ডিসের এই বোলিং কিংবদন্তি।
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট নিয়েছেন। যা এক সময় ছিল বিশ্বরেকর্ড। ক্যারিবীয়দের হয়ে এখনও তিনি সাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ওয়ানডেতে ২০৫ ম্যাচে ২২৭টি উইকেট নিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব