ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা জাতীয় ক্রীড়া পুরস্কার (মরণোত্তর) পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল।
আবাহনী ক্রীড়া চক্রের এই প্রতিষ্ঠাতাকে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে ২০১১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার (মরণোত্তর) দেয়া হয়।
ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ৩২ জনকে এ পুরস্কার দেওয়া হয় এদিন।
প্রধানমন্ত্রীর হাত থেকে শেখ কামালের পদক গ্রহণ করেন তার বন্ধু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদ রেজা।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত তালিকায় ৩৩ ক্রীড়াব্যক্তিত্ব ঠাঁই পেয়েছিলেন। এদের মধ্যে জুম্মন লুসাই পরে মারা যান।
শেখ কামাল ক্রিকেট, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলতেন। পাশাপাশি তিনি ছিলেন একজন অ্যাথলেট।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/ এ মজুমদার