নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে এ মাসেই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। রোববারই এনসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ওই সুখবরের কয়েক ঘণ্টা পর আরেকটি সুসংবাদ পেলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।
রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।
মোহাম্মদ আশরাফুল নিজেই এ তথ্য নিশ্চিত করে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রোববার বিকেল তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের সন্তানসম্ভবা স্ত্রী অর্চিকে। স্কয়ার হাসপাতালের গাইনোকোলজিস্ট নারগিস ফাতেমার তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন আশরাফুলের সহধর্মিনী। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।
বিডি প্রতিদিন/০৪ সেপ্টেম্বর ২০১৬/এনায়েত করিম