নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে এ মাসেই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। রোববারই এনসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ওই সুখবরের কয়েক ঘণ্টা পর আরেকটি সুসংবাদ পেলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।
রোববার বিকেলেই জেনেছেন, চলতি মাসের ২৫ তারিখ থেকেই মাঠে নামতে পারবেন তিনি। রাতেই তার পৃথিবী আলোকিত করে এলো প্রথম সন্তান। রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চি। তিনি নিজেই এ সংবাদ নিশ্চিত করেছেন।
সদ্যজাত কন্যার নাম আগেই ঠিক করে রেখেছিলেন আশরাফুল। প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন আরিবা তাসনিম আশরাফুল।
নিজের এবং স্ত্রীর নামের সঙ্গে শুধু যুক্ত করেছেন আরিবা। স্ত্রীর নাম থেকে তাসনিম এবং নিজের নাম থেকে নিয়েছে আশরাফুল। সব মিলিয়ে হলো আরিবা তাসনিম আশরাফুল। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এক স্ট্যাটাসেই এই নাম প্রকাশ করেন আশরাফুল।
বিডি প্রতিদিন/০৪ সেপ্টেম্বর ২০১৬/এনায়েত করিম