অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেতে আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দেবেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এজন্য আজ সোমবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এ দুই টাইগার বোলার।
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। এরপর চেন্নাইয়ের পরীক্ষায় সন্দেহটাই সত্যি প্রমাণিত হওয়ায় দু’জনের ওপর নেমে আসে আইসিসির বোলিং নিষেধাজ্ঞা। দেশে এই কয়েক মাস বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করে এখন পরীক্ষার মুখোমুখি দু'জনেই।
ব্রিসবেনে সানি-তাসকিনের সঙ্গে থাকবেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। পরীক্ষার আগে একদিন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন করবেন তারা। দেশে ফেরার কথা ১১ সেপ্টেম্বর। তবে ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।
আগামী ৩০ সেপ্টেম্বর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলদেশে আসছে ইংল্যান্ড দল। কিন্তু ইনজুরিতে পড়া কাটার মাস্টারের অভাবটা যাতে বোঝা না যায় সেজন্যই সিরিজ শুরুর আগে এই দুই বোলারকে পেতে চায় বিসিবি।
বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব