প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তারকা ওপেনার তামিম ইকবার। ৬৩ রান দূরে থেকে এবারের ইংল্যান্ড মিশন শুরু করে প্রথম ম্যাচে ২২ ও দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রান করে আউট হলে এ ক্লাবে প্রবেশ করতে অপেক্ষা করতে হয় তাকে। তবে তৃতীয় ম্যাচে এসে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান দেশ সেরা এ ওপেনার।
২২তম ওভারে ক্রিস ওকসকে বাউন্ডারি মেরে পাঁচ হাজারের এলিট ক্লাবে যোগ দিলেন তিনি। নিজ মাটিতেই পাঁচ হাজার রানের গৌরবময় ক্লাবে নাম লেখালেন তিনি।
চার হাজার রানের ক্লাবেও সবার আগে প্রবেশের সুযোগ ছিল তামিম ইকবালের। কিন্তু অস্ট্রেলিয়ায় গত ওয়ানডে বিশ্বকাপের শুরুতে জ্বলে উঠতে না পারায় তার আগেই চার হাজারি ক্লাবে যোগ দেন সাকিব আল হাসান।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম