লিওনেল মেসি থাকাকালীন ব্যালন ডি'অর পাওয়ার ক্ষেত্রে সব সময় মেসিকেই এগিয়ে রাখবেন ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার রোনালদিনহো। তবে, মেসি কোনো দিন কিংবদন্তি ফুটবলার পেলে ও ম্যারাডোনাকে হটাতে পারবেন না বলে মনে করেন আর্জেন্টাইন সুপারস্টারের সাবেক ক্লাব সতীর্থ।
রোনালদিনহো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। দু’বার ব্যালন ডি’অর এর পুরস্কারও উঠেছে তার হাতে। মেসি যখন বার্সার মধ্যমণি হয়ে উঠতে শুরু করেছে তখনই ক্লাব ছেড়েছেন রোনালদিনহো।
তবে, এত বছর পরে আজও মেসি-ম্যাজিকে মুগ্ধ রোনালদিনহো। ব্যালন ডি’অর প্রসঙ্গ উঠলেই জানান সাবেক সতীর্থ ছাড়া আর কেউ যোগ্য নয় সেটা পাওয়ার। তিনি বলেন, ‘অনেক ফুটবলার যোগ্য ব্যালন ডি’অর পাওয়ার। কিন্তু তাতেও আমি এক জনের নামই সবার আগে করব। লিওনেল মেসি।’
শতবর্ষের কোপা আমেরিকার পর বিশ্বফুটবলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য মেসি ভক্তের মতো রোনালদিনহোও তাকে আবেদন জানিয়েছিলেন ফিরে আসতে। প্রিয় বন্ধু তার কথা রেখেছেন। আর্জেন্টিনায় দ্বিতীয়বারের জন্য সূচনা হয়েছে মেসি-যুগের।
এ প্রসঙ্গে রোনালদিনহো আরও বলেন, ‘মেসি খুশি হলেই আমি খুশি। কারণ ও আমার খুব ভাল বন্ধু। ও আর্জেন্টিনা দলে আবার ফিরেছে দেখেই আমার দারুণ লাগছে।’
তবে ব্যালন ডি’অরের জন্য মেসিকে এগিয়ে রাখলেও, রোনালদিনহো সরাসরি জানিয়ে দিলেন পেলে ও ম্যারাডোনাকে কোন দিন হটাতে পারবেন না তার সাবেক সতীর্থ। ‘ফুটবলের ইতিহাস কিন্তু পেলে আর ম্যারাডোনাকেই সবার থেকে এগিয়ে রাখবে। এগিয়ে রাখবো আমিও। ওরা দু’জনেই কিংবদন্তি।’
মেসি ছাড়া ব্রাজিলের সেনসেশন নেইমারের উন্নতি দেখেও খুশি রোনালদিনহো। নিজের সুন্দর ফুটবল নেইমারের মধ্যেও দেখতে পান, সেই কথাই জানালেন সাবেক ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/মাহবুব