এশিয়ার মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকেল সাড়ে ৫টায় দুবাইয়ে গোলাপী বলে শুরু হতে যাওয়া এই টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের অধিনায়ক মিসবাহ বলেন, ‘আমি ভীষণ উত্তেজিত। আমার মনে হয়, ভবিষ্যতে দিন-রাতের টেস্টই হবে। এই মুহূর্তে দর্শকের কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যারা টেস্ট ক্রিকেট খেলা দেখতে চায়।’
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম