এশিয়ার মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়। দুবাইয়ে গোলাপী বলে শুরু হতে যাওয়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুবাইয়ের এক ট্যাক্সি ড্রাইভার।
ছবিতে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হক ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারের মাঝে তৃতীয় ওই ব্যক্তিই ট্যাক্সি ড্রাইভার
জাবেত খান।
ট্যাক্সিচালককে দিয়ে ট্রফি উন্মোচনের ব্যতিক্রমী এই চিন্তাটা এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। তারা টাইটেল স্পন্সরের বদলে ট্যাক্সি ড্রাইভারকে বেছে নিয়েছে ফ্যানদের কথা ভেবে।
সংযুক্ত আরব আমিরাত এখন পাকিস্তানের হোম সিরিজ খেলার জায়গা। সেখানে এই সিরিজকে 'এটা ফ্যানদের খেলা' শিরোনাম দিয়েছে পিসিবি। সেই কারণেই জাবেতের মতো কর্মজীবী এক সাধারণ ট্যাক্সি চালক ফ্যানকে এমন গুরুত্বপূর্ণ সময়ে হাজির করা হয় সবার সামনে। এটি আবার পাকিস্তানের ইতিহাসের ৪০০তম টেস্টও।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম