ইংল্যান্ড ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ পর্যবেক্ষণ শেষে খেলার উপযোগী না থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত করা হয়। নতুন করে বৃষ্টি না হলে দ্বিতীয় দিন ৪৫ ওভার করে খেলা হবে।
বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, বৃষ্টির জন্য মাঠ খেলার অনুপোযোগী হওয়ার ব্যাপারটি ইংল্যান্ড দল বুঝতে পেরেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে শনিবার খেলা হবে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম