দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রথম ট্রিপল সেঞ্চুরির গৌরব অর্জন করেছেন পাকিস্তানি ওপেনার আজহার আলী।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এ কীর্তি গড়েন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার।
আজহার চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিক হন। এর আগে হানিফ মোহাম্মদ, ইনজামাম উল হক ও ইউনুস খান ট্রিপল সেঞ্চুরি করেছেন।
আজহারের এ কীর্তির পর তিন উইকেটে ৫৭৯ রানে পাকিস্তান ইনিংস ঘোষণা করে। ইনিংসে আজহার আলী অপরাজিত ৩০২ রান করেন। এছাড়াও অপর প্রান্তে অধিনায়ক মিসবাহ উল হক ২৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার সামি আসলাম ৯০, বাবর আজম ৬৯, আসাদ শফিক ৬৭ রান করেন।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন