পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। তবে স্বস্তি পাচ্ছেন না স্বাগতিকরা। ইনজুরির কারণে যে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারছেন দলের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তার পরিবর্তে ডাক পেয়েছেন ডাগ ব্রেসওয়েল।
ব্রেসওয়েলকে দলে নিলেও একাদশে খেলার সম্ভাবনা রয়েছে ম্যাট হেনরির। দলটির সর্বশেষ ভারত সফরে কলকাতা টেস্টে খেলেছিলেন হেনরি।
এদিকে, ২০১২ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের হয়ে কোনো টেস্ট খেলছেন না বোল্ট। দলের হয়ে শেষ ৪৪ টেস্টেই ছিলেন তিনি। এখন পর্যন্ত মোট ৪৭টি টেস্ট খেলেছেন বাঁহাতি এ পেসার। যেখানে ২.৯৬ গড়ে নিয়েছেন ১৭৩টি উইকেট।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/মাহবুব