ভারতে এ বছর আলোচিত বিয়েগুলোর একটি ক্রিকেট তারকা যুবরাজ সিং ও অভিনেত্রী হ্যাজেল কিচের বিয়ে। সেই অনেক আগ থেকেই কেনাকাটা, নানা আয়োজন চলছে। এবার চূড়ান্ত পর্বটাও ঘনিয়ে এল। বৃহস্পতিবার সকালে নিজের বিয়ের কার্ড হাতে সংসদে যান যুবরাজ। সেখানেই নিমন্ত্রণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
৩০ নভেম্বর ছাদনাতলায় বসবেন যুবরাজ। চলতি বছরের এপ্রিলেই হ্যাজেল কিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেন যুবরাজ। চলতি মাসের শেষে শিখদের প্রথা মেনেই চণ্ডীগড়ের এক গুরুদ্বারে হবে বিয়ের অনুষ্ঠান।
তার পর ২ ডিসেম্বর গোয়ায় হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন যুবরাজ ও হ্যাজেল। ৫ ও ৭ ডিসেম্বর দিল্লিতে হবে যথাক্রমে সঙ্গীত ও রিসেপশন।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা