অল্প কিছুদিন পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু তার আগেই বড় একটি ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। গোড়ালির চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে গ্যারেথ বেলকে।
রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মঙ্গলবার তার গোড়ালিতে অস্ত্রোপচার করানো হবে। বৃহস্পতিবার রিয়াল তাদের ওয়েবসাইটে জানায় লন্ডনের একটি হাসপাতালে বেলের অস্ত্রোপচার করানো হবে বলে। এজন্য কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
তবে নিশ্চিতভাবেই আগামী ৩ ডিসেম্বর হতে যাওয়া বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বেল। স্পেনের গণমাধ্যমগুলোর খবর, পুরোপুরি সুস্থ হয়ে বেলের মাঠে ফিরতে তিন মাসের মতো সময় লাগতে পারে। আগস্ট থেকে ক্লাব ও দেশের হয়ে ২০ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন ২৭ বছর বয়সী বেল।
উল্লেখ্য গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান পায়ের গোড়ালির গাঁটে চোট নিয়ে মাঠ ছাড়েন বেল।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯