বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ইমরান খান। আজ তার জন্মদিন। শের-ই-পাকিস্তান নামে খ্যাত এ তারকা ক্রিকেটারের জন্ম ১৯৫২ সালে। দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডেতে তার রান সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি। টেস্টে উইকেট নিয়েছেন ৩৬২। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১৮২টি।
পাকিস্তান ক্রিকেট দলের সত্যিকারের কিংবদন্তী হিসেবে খ্যাত ইমরান খান ১৯৯২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজ দেশকে নেতৃত্ব দেন। সেবার বিশ্বকাপ জিতেছিল তার দেশ। বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা