ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিনই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির দপ্তরে হাজির হয়েছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিং। রাজনৈতিক কাজ নয়, নিজের বিয়ের নিমন্ত্রণ দিতেই সেখানে গিয়েছিলেন যুবরাজ। ৭ ডিসেম্বর যুবরাজ ও হেজেল কেচের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে দিল্লিতে। সেখানেই আসার কথা মোদির।
কিন্তু আমন্ত্রণেই যে ত্রুটি করে ফেলেছেন এই ক্রিকেটার। কার্ডের উপর মোদির নামের বানান লেখার কথা ছিল Narendra Modi, কিন্তু তার বদলে লেখা হয়েছে Narender’ Modi। যদিও এই ত্রুটির কথা সংবাদসংস্থার কানে আসার কথা নয়। কিন্তু সেদিনের ছবিতে যুবরাজের হাতে ধরা যে কার্ডটি ছিল, সেটিকে একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল করেছেন যুবি।
যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই কাজের পিছনে যুবরাজের কিছু করার নেই, যারা কার্ডের উপর নাম ছাপিয়েছেন, দোষটা তাঁদেরই। উল্লেখ্য, বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে হেজেল ও যুবরাজকে নাচতে দেখা যাবে। নাচের কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। সানিয়া মির্জার বিয়েতেও সঙ্গীতের সমস্ত আয়োজন করেছিলেন ফারহা।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮