পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ২৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৭৬ রান।
ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দলের জীত রাভাল করেন ৫৫, দলপতি কেন উইলিয়ামসন ১৩, রস টেইলর ৩৭, নিকোলাস ১৩, গ্রান্ডহোম ৩৭, স্যান্টনার ১৬ রান করেন। ওয়াটলিং ৪৯ রানে অপরাজিত থাকেন। ২৯ রান করেন টিম সাউদি। আর ১৫ রান আসে ম্যাট হেনরির ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে চারটি উইকেট দখল করেন সোহেল খান। তিনটি উইকেট দখল করেন ইমরান খান। আর দুটি উইকেট পান মোহাম্মদ আমির। ওয়াহাব রিয়াজের দখলে যায় একটি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিপাকে পড়া পাকিস্তান। ওপেনার সামি আসলাম ৫ আদলপতির দায়িত্ব পাওয়া আজহার আলী ১ রান করে বিদায় নেন। ২ রান করেন ইউনিস খান, ০ রান করেন মোহাম্মদ রিজওয়ান আর ২৩ রান করেন আসাদ শফিক।
তিন নম্বরে নামা বাবর আজম ৩৪ রান নিয়ে ও ৯ রান করে সরফরাজ আহমেদ অপরাজিত আছেন।
কিউইদের হয়ে তিনটি উইকেট দখল করেন টিম সাউদি এবং দুটি উইকেট দখল করেন ওয়াগনার।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬