তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারের বিপিএলে প্রথম সাত ম্যাচের পারফরম্যান্সে যেন নিজের ছায়া হয়ে ছিলেন। অবশেষে খানিকটা ফিরলেন আপন চেহারায়। আর এতে দুই ম্যাচ হারার পর জয়ে ফিরল তার দলও।
সাকিবের ফেরার দিনে আরেকটি হতাশাজনক পরাজয় মেনে নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩২ রানে হেরেছে মাশরাফির দলটি।
ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। তবে, ৮ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৩৮ রানের মাথায়। আট ম্যাচে কুমিল্লার জয় একটিতে। অপরদিকে, সমান ম্যাচে সাকিবের ঢাকা ৫ জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে দুপুর একটায় মাশরাফির কুমিল্লার মুখোমুখি হয় সাকিবের ঢাকা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব। চিটাগং পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বে প্রথম মাঠে নামে কুমিল্লা-ঢাকা।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬