প্রথম বিপিএলের প্রথম ম্যাচটিই মাতিয়েছিলেন বিস্ফোরক সেঞ্চুরিতে। এরপর স্বল্প উপস্থিতিতেও বিপিএলের উজ্জ্বলতম তারকা ক্রিস গেইল। আবারও প্রিয় মঞ্চে ঝড় তোলার অপেক্ষায় টি-টিয়েন্টি ক্রিকেটের এই সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস। সবকিছু ঠিকঠাক থাকলেও এই ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরে তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামবেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।
এর আগে, বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতাতে গত শুক্রবার ঢাকায় পা রাখেন ক্রিস গেইল। চুক্তি অনুযায়ী আজকের পর থেকে চিটাগং যতদূর যেতে পারবে সঙ্গী হিসেবে গেইলকে সতীর্থ হিসেবে পাশে পাবেন তামিমরা।
এদিকে, এখন পর্যন্ত বিপিএলে ম্যাচ খেলেছেন ১০টি। ৭৭.২৮ গড়ে রান ৫৪১। স্ট্রাইক রেট অতিমানবীয়, ১৮৬.৫৫। সেঞ্চুরি তিনটি। বিপিএলে একাধিক সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব