বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। আর সেখানে বাংলাদেশ আছে ৯ নম্বরে। এদিকে নিজেদের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খারাপ। এতকিছুর পরেও তাদের হালকাভাবে নিচ্ছে না ভারত। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার কথাতেই তা পরিস্কার।
পুজারা জানালেন, ‘একটা ভাল লড়াই হবে। বাংলাদেশেরও জেতার সুযোগ রয়েছে। উপমহাদেশে বাংলাদেশের পারফরম্যান্স ভাল। দলে ভাল বোলার রয়েছে। ব্যাটিং গভীরতা আছে। তবে নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে জেতার সুযোগ আমাদেরও থাকবে।’
লম্বা সিরিজের পর বিশ্রামটা কাজে দিয়েছে ভারতীয় দলের। গোটা দল তরতাজা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। পুজারা তা মেনেও নিচ্ছেন। তিনি বললেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা সিরিজের পর বিশ্রামটা জরুরী ছিল। টানা খেলার পর এরকম বিশ্রাম কাজে দেয়।’
বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজকে গুরুত্ব দিচ্ছেন পুজারা। তিনি বললেন, ‘মিরাজ বেশ ভাল বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সবাইকে চমকে দিয়েছিল। ওর আসল অস্ত্র কী, তা অবশ্য খেলার সময়ই বুঝতে পারব।’
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭