ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট থেকে কানাডার টেনিস তারকা ডেনিস শাপোভালোভকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। রেফারিকে আঘাত করার অপরাধে তাকে এই শাস্তি পেতে হয়েছে।
আজ সোমবার ডেনিস শাপোভালোভের প্রতিপক্ষ ছিলেন গ্রেট ব্রিটেনের কাইল এডমুন্ড। ডেনিস শাপোভালোভ প্রথম দুটি সেটে ৬-৩, ৬-৪ সেটে পিছিয়ে পড়েন। তৃতীয় সেটেও এডমুন্ডের বিপক্ষে ধুঁকছিলেন তিনি। সেই ক্ষোভ-হতাশায় পকেটে থাকা বলটার ওপর রাগ তিনি। আর সেই বল গিয়ে আঘাত হানে রেফারি আরন্ড গাভাসের চোখে। চোখের মধ্যে বরফ লাগিয়ে প্রাথমিক চিকিৎসাটা সারেন এই রেফারি। এরপরই তিনি শাপোভালোভকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন। পরে অটোয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি হয়।
ম্যাচ শেষে কানাডার এই টেনিস তারকা অনুতপ্ত হয়ে বলেন, ‘ভাগ্যিস তার কিছু হয়নি, তবে এটা অমার্জনীয় অপরাধ। দল ও দেশকে এভাবে হেয় করায় খুব খারাপ লাগছে। প্রতিজ্ঞা করছি, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।’
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে শাপোভালোভের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টেনিসের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি দুঃখজনক, তবে শাপোভালোভ ইচ্ছা করে এমনটি করেনি।
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১