নতুন অতিথিকে নিয়ে আবেগময় চিঠি লিখেছেন টেনিস জগতের অন্যতম সেরা নারী খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। চিঠিতে গর্ভবতী অবস্থায় অনাগত সন্তানের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা সেরেনা। গর্ভে থাকা সন্তানকে দেখতে যেন তর সইছে না তার। তাই মনকে সান্ত্বনা দিতেই সন্তানের জন্য লিখে ফেলেছেন কয়েক লাইনের চিঠি। যেই চিঠির প্রতিটি পরতে পরতে ছিল অফুরন্ত ভালোবাসা ও আদর।
চিঠিটি ছিলো এ রকম- ‘আমার প্রিয় বেবি, তুমি আমাকে সেই শক্তি দিয়েছে, আমার আছে যা আমি জানতাম না। তুমি আমাকে শান্ত থাকা ও শান্তির আসল মানে বুঝিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না তোমাকে দেখার। আগামী বছর তুমি প্লেয়ার্স বক্সে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে সঙ্গে নিয়ে আমি বিশ্বের এক নম্বর হয়েছি।'
'বিশ্বের সবচেয়ে বেশি বয়সের সাবেক এক নম্বরের পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে কম বয়সের এক নম্বরের জন্য এই চিঠি, ...তোমার মা সেরেনা।'
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/এনায়েত করিম