ফুটবল মাঠে লিওনেল মেসি কী জাদু দেখাতে পারেন সে সবারই জানা। তবে বার্সেলোনার এই সুপারস্টার বাস্কেটবলেও কম যান না। এবার যেন তারই প্রমাণ রাখলেন মেসি।
বার্সার ফুটবলাররা অনুশীলন শেষে মানসিকভাবে নিজেদের চাঙ্গা রাখতে বাস্কেটবলে মজেন। সম্প্রতি সে রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মেসির কাছে ‘বল বয়’ বনে যান জেরার্ড পিকে এবং আরদা তুরান। বল নিক্ষেপ করেন মেসি। পরপর তিনবারই জালে বল জড়ান ৩০ বছর বয়সী এই ফুটবলার। আর এই ভিডিও প্রমাণ দেয়, বহুমুখী প্রতিভাবান খেলোয়াড় তিনি। বাস্কেটবলে খেললেও হয়তো অনেক উচ্চতায় নিয়ে যেতে পারতেন এই আর্জেন্টাইন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২