'কথিত' স্ত্রী নাসরিন সুলতানার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবির মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি।
সোমবার ঢাকার সিএমএম আদালতে আরাফাত সানি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু।
এর আগে, রবিবার মামলাটির অভিযোগ (চার্জ) গঠনের জন্য দিন ধার্য থাকলেও আরাফাত সানি আদালতে উপস্থিত হননি। এসময় অসুস্থতার কথা বলে তার আইনজীবী সময়ের আবেদন জানালে তা নাকচ করে একই আদালত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে যৌতুকের অভিযোগে আরাফাত সানির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু করেন।
গত ২৩ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব