ইনজুরিতে পড়া সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনিরুল আমিন। তিনি বলেন, গুরুতর কিছু নয়, মেডিকেল বিভাগ একে সাধারণ বিষয় হিসেবেই দেখছে।
সোমবার বোর্ডের মিডিয়া লাউঞ্জে সাকিবের ইনজুরি আপডেট নিয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মনিরুল আমিন জানান, ‘সাকিব গত ১৪ জুলাই বাঁ পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছে। আমরা এটাকে লেফট অ্যাঙ্কেল স্ট্রেইন বলি। ওখানে দুই-একটা লিগামেন্টে ইনজুরি হয়েছে। এটা গ্রেড ওয়ানে পড়ে। মানে খুবই সিম্পল একটা ইনজুরি। তো তাকে আমরা কনসারভেটিভ ট্রিটমেন্ট এবং আমাদের যে রিহ্যাব প্রোগ্রাম আছে সে প্রোগামে তাকে রেখেছি।’
ইতোমধেই সাকিবের পায়ের উন্নতি হয়েছে জানিয়ে বিসিবি চিকিৎসকের বিশ্বাস, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ দিনের ভেতরেই সাকিব দলের সাথে সব রকমের কর্মকাণ্ড শুরু করতে পারবেন। সাকিব দ্রুতই অনুশলীনে যোগ দিচ্ছেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এর আগে, গত ১৪ জুলাই অনুশীলনের সময় ইনজুরিতে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব