ওয়ানডে সিরিজ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টেও স্বস্তিতে নেই স্বাগতিক শ্রীলঙ্কা। জিততে হলে লঙ্কানদের রেকর্ড গড়তে হবে। তবে তার আগেই নতুন রেকর্ড গড়লেন স্পিনার রঙ্গনা হেরাথ।
কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে টপকে এক ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ৪০ বছর বয়সী এই স্পিনার মাত্র ৮১ ম্যাচে এই কীর্তি গড়েছেন।
তবে সাদা পোশাকে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা তার বেশি উইকেট নিতে অনিল কুম্বলেকে খেলতে হয়েছিল ১৩২ ম্যাচ। তিনি মোট ৮ বার এই কীর্তি গড়েছেন। সমান ৮ বার এই কীর্তি রয়েছে হেরাথেরও। তবে ম্যাচ সংখ্যার দিক দিয়ে পিছিয়ে পড়েছেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কুম্বলে। তাকে পেছনে ফেলে চার নম্বর জায়গাটি দখল করে নিলেন হেরাথ।
এই রেকর্ড সবার ওপরে আছেন হেরাথের স্বদেশি স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এই ঘূর্ণি জাদুকর ক্যারিয়ারে ১০ বার এক টেস্টে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন।দ্বিতীয় স্থানে আছেন সমান ১০ বার এমন কীর্তি গড়ে অজি স্পিনার শেন ওয়ার্ন। স্পিনারদের রাজত্বে ৯ বার ১০ বা তার অধিক উইকেট নিয়ে ৩ নম্বরে আছেন কিউই পেস কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি।
চলতি কলম্বো দুই ইনিংসেই দলের বাকি বোলারদের ব্যর্থতায় উজ্জ্বল ছিলেন হেরাথ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের ২০ উইকেটের ১১টিই দখল করেছেন হেরাথ।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৭/আরাফাত