আগের দিন মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন সিকান্দার রাজা। তবে সেটিকে আজ চতুর্থ দিনে সেঞ্চুরিতে রূপ দিতে সিকান্দার রাজার লাগল মাত্র দুই বল। দিলরুয়ান পেরেরার করা দিনের প্রথম দুই বলে দুটি ডাবল নিয়ে রাজা পূর্ণ করেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
আর তার সেঞ্চুরিতে কলম্বো টেস্টে লঙ্কানদের বড় লিড দেয় জিম্বাবুয়ে। খাদের কিনার থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। প্রথমে পিটার মুরের (৪০) সঙ্গে রাজা গড়েন ৮৬ রানের জুটি। এরপর ম্যালকম ওয়ালারের সঙ্গে তার শতরানের আরেকটি দারুণ জুটি।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছুঁলেন রাজা। তবে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হওয়ার আগে ৯ চার ও এক ছক্কায় ২০৫ বলে ১২৭ রান করেন সিকান্দার রাজা। তবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে দারুণ উচ্ছ্বসিত সিকান্দার রাজা।
বিডিপ্রতিদিন/ ১৭ জুলাই, ২০১৭/ ই জাহান