ভক্তদের কাছে তিনি ফুটবল ঈশ্বর, এক জীবন্ত কিংবদন্তি! তার ফুটবল ক্যারিশমায় মুগ্ধ ছিল গোটা বিশ্ব। কিন্তু ফুটবলার ম্যারাডোনা আর কোচ ম্যারাডোনার মধ্যে যোজন যোজন দূরত্ব। সেখানে দিয়েগো তার জাদুকরির সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। বরখাস্ত হয়েছেন আর্জেন্টিনা ও আমিরাতের আর ওয়াসল ক্লাব থেকে। তবে পাঁচ বছর পর ফের আমিরাতেই কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন ম্যারাডোনা।
সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল-ফুজাইরাহ ক্লাবের সঙ্গে চুক্তি শেষে ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে ফুজাইরাহ স্টেডিয়ামে ক্লাবের সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ম্যারাডোনাকে। শেষ হয়েছে খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব।
ম্যারাডোনা বললেন , ‘আমি এই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়েছে। আমার কোচিং স্টাফরা দারুণ বলে শুনেছি। মাঠের খুটিনাটি সম্পর্কে আমি খেলোয়াড়দের শেখাবো। মাঠে আমি খেলোয়াড়দের সবকিছুই দেব। তাদের সেরাটা বের করে আনার চেষ্টা করব। মূল ফোকাসটা থাকবে দলের অ্যাটাকিংয়ের ওপর। কারণ, দলের শক্তির জায়গা ওটা। তারমানে এই নয় যে, আমাদের রক্ষণ খারাপ হবে।’
খেলোয়াড় হিসেবে সাফল্য ধরতে পারলেও কোচ হিসেবে সাফল্যের খোঁজে ৫৬ বছর বয়সী ম্যারাডোনা। এবার ফুজাইরাহ অধ্যায়টা কেমন হবে সেটিই দেখার অপেক্ষা!
বিডিপ্রতিদিন/ ১৮ জুলাই, ২০১৭/ ই জাহান