সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যা মিটিয়ে জাতীয় দলে ফিরেছেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। জানা গেছে, এবারের আইএসএল-এ একটি দল কিনতে চান ক্রিস গেইল। এই নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গেও কথাবার্তা শুরু করে দিয়েছেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় এটিকে দলের মালিক। শচীন টেন্ডুলকর কেরল ব্লাস্টার্সের মালিক। সব ঠিকঠাক থাকলে গেইলও একটি ফুটবল দলের মালিক হবেন। এ প্রসঙ্গে বেঙ্গালুরুর একটি ইভেন্টে গেইল বলেন, ‘‘আমি সত্যিই ইন্ডিয়ান সুপার লিগ-এর কোনও দল কিনতে চাই।’’ গেইল দল কিনলে লাভ হবে ভারতীয় ফুটবলেরই। এমনিতেই ভারতীয় ফুটবল ছড়িয়ে পড়েছে সর্বত্র। গেইলের দল খেলতে নামলে উৎসাহ-উদ্দীপনা আরও বাড়বে ফুটবলভক্তদের মধ্যে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই/ আব্দুল্লাহ সিফাত-১০