স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক স্পিন সুপারস্টার মোহাম্মদ রফিক। বিশ্বের নামী দামি সব তারকাকে দলে ভেড়ানোর পর এবার সহযোগী কোচ নির্বাচনেও চমক দেখাচ্ছে আগামী বিপিএলে শিরোপার অন্যতম দাবিদার ফ্র্যাঞ্চাইজিটি।
মোহাম্মদ রফিক অবসর নেওয়ার পর বেশ কয়েকবার মিডিয়ার সামনে জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এখনো ডাক আসেনি। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ জানিয়েছিলেন রফিককে। গাঙ্গুলীর ক্রিকেট একাডেমিতে বছরে কমপক্ষে ৪টি ভাগে কাজ করার প্রস্তাব। দিন কয়েক আগে সেই একাডেমিতে ১৫ দিনের ট্রেনিং করিয়ে এসেছেন। এবার তার ডাক পড়ল বিপিএলে।
উল্লেখ্য, রংপুর রাইডার্সের প্রধান কোচ হয়েছেন হাইপ্রোফাইল কোচ হিসেবে পরিচিত টম মুডি। অধিনায়ক হিসেবে আছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যিনি বিপিএলের গত ৪ আসরের ৩টি ট্রফিই অধিনায়ক হিসেবে হাতে তুলেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার