এল ক্লাসিকো! শুধু উত্তেজনার বারুদে ঠাসা বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ নয় এটি। দুই ক্লাবের সমর্থকদের কাছে এটা ফুটবলের চেয়েও বেশি কিছু। যদিও ফ্লোরিডায় বাংলাদেশ সময় রবিবার ভোরে হতে যাওয়া এল ক্লাসিকোটা স্রেফ একটা প্রীতি ম্যাচ।
তবুও রিয়াল-বার্সা ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। গ্যালারির টিকিট তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই। যারা মাঠে বসে দেখতে পারবেন না তাদের চোখ থাকবে টিভিতে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায়। টিভিতে সরাসরি দেখা যাবে টেন-২ চ্যানেলে।
এই এল ক্লাসিকোটা একদিক থেকে ঐতিহাসিকও। ৩৪ বছর পর প্রথমবারের মতো স্পেনের বাইরে হচ্ছে কোনো এল ক্লাসিকো। সর্বশেষ স্পেনের বাইরে এল ক্লাসিকো হয়েছিল ১৯৮২ সালে ভেনেজুয়েলায়। সেই ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের একমাত্র গোলে বার্সাকে হারিয়েছিল রিয়াল। এবার কে জিতবে? গোলই বা করবেন কে কে?
যুক্তরাষ্ট্রে বার্সা প্রাক-মৌসুম প্রস্তুতিতে বেশ দারুণ ফর্মেই আছে। আর্নেস্তো ভালভার্দের দল প্রথম দুই ম্যাচে জিতেছে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। দুই ম্যাচে তিন গোল করে বার্সার জয়ের নায়ক নেইমার। এল ক্লাসিকোটা হতে পারে বার্সার জার্সিতে নেইমারের শেষ ম্যাচ! বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। যুক্তরাষ্ট্র সফর শেষেই নেইমার পিএসজিতে যোগ দিতে পারেন বলেও গণমাধ্যমে খবর আছে।
এল ক্লাসিকোর আগে আবার নেইমার কাল অনুশীলনে বার্সার নতুন খেলোয়াড় নেলসন সেমেদোর সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। আজ অবশ্য সতীর্থদের সঙ্গেই অনুশীলন করেছেন। প্রথম দুই ম্যাচের মতো রিয়ালের বিপক্ষেও জ্বলে উঠবেন ব্রাজিলিয়ান তারকা?
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিটা অবশ্য ভালো কাটছে না। জিনেদিন জিদানের দল প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটির কাছে খেয়েছে চার গোল। ম্যাচ হেরেছে ৪-১ গোলে। এবার বার্সার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে ‘লস ব্লাঙ্কোস’রা? যুক্তরাষ্ট্রে এটা বার্সার শেষ ম্যাচ হলেও রিয়াল আরো এক ম্যাচ খেলবে এমএলএস অল স্টারসের সঙ্গে।
স্প্যানিশ লিগ শুরুর আগে অবশ্য আরো দুটি এল ক্লাসিকো মহারণ আছে। ১৩ ও ১৬ আগস্ট স্প্যানিশ সুপার কাপে রিয়াল ও বার্সা দুটি ম্যাচ খেলবে। আগামীকালের এল ক্লাসিকো তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ম্যাচও।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান