গল টেস্টের প্রথম ইনিংসে রান পাননি তিনি। আউট হয়ে গিয়েছিলেন মাত্র তিন রান করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের স্বমহিমায় তিনি। খেললেন অপরাজিত ১০৩ রানের ইনিংস। এটা তাঁর টেস্টে ১৭ নম্বর সেঞ্চুরি।
শুধু তাই নয়, এই সেঞ্চুরির সুবাদে অধিনায়ক কোহলির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। তিনি অধিনায়ক হিসেবে এটি তার দশম টেস্ট সেঞ্চুরি। আর ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে গড়লেন নতুন এক রেকর্ড।
এর আগে ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের। তিনি ভারতের অধিনায়ক হিসেবে মোট নয়টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এবার তাকেও টপকে গেলেন অধিনায়ক কোহলি।
বিরাটের সেঞ্চুরির পরেই নিজেদের ইনিংস ঘোষণা করে ভারত। জেতার জন্য, শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দেওয়া হয়েছে ৫৫০ রানের। জবাবে ব্যাট করতে নেমে, ভারতীয় বোলারদের সামনে অসহায় পড়ে শ্রীলঙ্কা। ৩০৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ তাফসীর