এল ক্ল্যাসিকোতে রবিবার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সা। মর্যাদার লড়াইয়ে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে মেসি-নেইমাররা।
আর এল ক্ল্যাসিকো জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। এর মাঝে কিংবদন্তী গলফার টাইগার উডসকে পেয়ে গেলেন তারা। মার্কিন এই গলফারের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ‘এমএসএন’। ওই সময় টাইগার উডসের সন্তানরা উপস্থিত ছিল। পরে টাইগার উডস সেই ছবি নিজের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমার সন্তান ও বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য মেসি-সুয়ারেজদের অনেক অনেক ধন্যবাদ।’
টাইগার উডসের সঙ্গে একটি ছবি নেইমার তার ইনস্টাগ্রামে পোস্ট করছেন। নেইমার কালো টি-শার্ট ও প্যান্ট পরে আছেন। আর টাইগার উডসের গায়ে বার্সেলোনার জার্সি। দুজনই ছিলেন বেশ হাস্যোজ্জ্বল।
বিডিপ্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান