বার্সেলোনা তারকা লিওনেল মেসি তার বর্তমান ক্লাব বার্সেলোনা ছাড়ার ব্যাপারে মনস্থির করেই ফেলেছিলেন। তবে এই ঘটনা এবারের নয়, গত গ্রীষ্মের। বার্সা ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যেতে চেয়েছিলেন তিনি।
সূত্রের খবর, মেসির বাবা জর্জে নাকি ফোন করেছিলেন ম্যান সিটির এক্সজিকিউটিভ ডিরেক্টর সোরিয়ানোকে। তার ছেলে বার্সা ছাড়তে চায় বলে জানিয়েছিলেন তিনি। গত বছর ৬ জুলাই ফোনে এই কথা হয় দু’জনের। চারদিন বাদে মেসি নিজেই নাকি ফোন করেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে।
জানা যায়, এরপর পুরানো ছাত্রের ফোন পেয়েই তিনি নাকি দ্রুত ফিরে আসেন মেসির সঙ্গে দেখা করবেন বলে। ২৮ মাইল পথ পারি দিয়েছিলেন গুয়ারদিওলা সেই সময় শুধুই মেসির সঙ্গে দেখা করতে। সেই সময় আসলে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত মেসি। মাথার ওপর ২১ মাসের জেল হতে পারে এই শাস্তির খাড়া ঝুলছে। ফলে বার্সায় থাকতে চাইছিলেন না তিনি।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৭/ তাফসীর