মৌসুমে একটাও গ্ল্যান্ডস্ল্যাম নেই, সঙ্গে কাঁধের চোট। দুইয়ে মিলে চিন্তার ভাঁজ নোভাক জকোভিচের কপালে। এর মধ্যেই আবার র্যাঙ্কিংয়ে পদোন্নতি প্রাক্তন এক নম্বরের। সময়টা সত্যিই যেন ভালো যাচ্ছে না সার্বিয়ান তারকার। সদ্য প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে একধাপ নামলেন নোভাক। চার নম্বর স্থান হারিয়ে পাঁচে নামলেন ১২টি গ্ল্যান্ডস্ল্যামের মালিক।
চোট সমস্যায় উইম্বলডনে কোর্টায়ার ফাইনালের মাঝপথেই ম্যাচ ছেড়ে দেন জোকার। কাঁধের চোটের জন্য ডাক্তারদের পরামর্শে বিশ্রাম নিতে চেয়ে চলতি মৌসুমের আগামী সব টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিয়েছেন। কথা দিয়েছেন সুস্থ হয়ে ফের আগামী মৌসুমে ফিরবেন তিনি।
তিন ধাপ উপরে উঠে এসে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং আট নম্বরে শেষ করলেন আলেকজান্ডার জেভারেভ। এক ধাপ এগিয়ে চার নম্বর স্থান পেলেন স্ট্যান ওয়ারিঙ্কা। চলতি মৌসুমে ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন সুইস তারকা। যদিও রাফায়েল নাদালের কাছে হেরে বসেন তিনি। শীর্ষস্থান ধরে রাখলেন ব্রিটেনের অ্যান্ডি মারে। দুই ও তিন নম্বরে যথাক্রমে রয়েছেন নাদাল ও ফেডেরার।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৭/আরাফাত