বাইশ গজের মধ্যে তার গতির শট 'হেলিকপ্টার শট' নামেই পরিচিত। কিন্তু ক্রিকেট মাঠের বাইরে তার হেলিক্প্টার নয়, মোটর বাইকটাই প্রিয়। মাহেন্দ্র সিং ধোনি ক্রিকেট মাঠে মুহূর্তেই মধ্যেই তিনি যেমন গিয়ার পাল্টে ছক্কা হাঁকাতে পারেন, ঠিক তেমনি বাইকের গিয়ারে হাত পড়লেই গতি পাল্টে ঝড় তুলতে পারেন মাহি। ক্রিকেটবিশ্ব তাঁকে চেনে ‘ক্যাপ্টেন কুল’ নামে। বাইকের জগতে তিনি পরিচিত ‘প্যাশন কুল’ নামে।
শখ থেকেই বাইকের ভুত মাথায় চাপে ধোনির। আর সেটাই আজ ক্রিকেটের পর মাহির সবচেয়ে বড় প্যাশন। সাবেক ভারত অধিনয়াকের বাইক প্রীতির কথা অজানা নয়। ক্রিকেটমহলেও ঘোর গুঞ্জন রয়েছে। ধোনির গ্যারেজে বাইকের সংখ্যাটা নাকি ধোনি ছাড়া আর কেউ জানে না। কেউ বলেন ৬০টা, কেউ আবার সংখ্যাটা একশো ছাডানোর দাবি করেন। সে সব পরিসংখ্যানে না-গিয়ে চলুন ঘুরে আসি ধোনির গ্যারেজে। ইয়ামাহা থেকে ডুকাটি কী নেই মাহির কালেকশনে?
১. ইয়ামাহা রাজদূত RD350:
এটাই ধোনির প্রথম বাইক। বর্তমানে সেটি ভগ্নপ্রায় জীর্ণ বৃদ্ধের মতো স্যান্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। অন্য কারোর কাছে থাকলে নতুন বাইকের ভিড়ে হারিয়ে যেতে পারত। কিন্তু ধোনির কালেকশনে সবচেয়ে পুরোনো বাইকটিও রয়েছে সযত্নে। ইঞ্জিনে মরচে ধরেছে তাও নিয়মিত ধোয়ামোচা চলে ‘ধোনির প্রথম সারথীর’। ধোনি নিজেও নাকি সময় পেলেই পুরোনো রাজদূতের উপর চেপে বসেন। মাঝে মাঝে হাতলে হাত রেখে স্মৃতি রোমন্থন করেন। কিশোর বয়সে এই বাইকে চেপেই কিট কাঁধে প্রতিদিন প্র্যাকটিস গ্রাউন্ডে যেতেন তিনি। সে সব হাজারও স্মৃতি জীবন্ত সাক্ষী এই রাজদূত। নিজের বায়োপিকেও ধোনির গ্যারেজ ও সবচেয়ে পুরনো রাজদূত বাইকের উল্লেখ রয়েছে।
২. বিএসএ গোল্ডস্টার:
নাম শুনেই বোঝা যাচ্ছে এটি ধোনির ভিনটেজ কালেকশনের অন্যতম সেরা একটি বাইক। পঞ্চাশের দশকের শেষ দিকে এই মডেলের যথেষ্ট জয়প্রিয়তা ছিল। ১৯৩৮- ৬৩ সাল পর্যন্ত মডেলটি তৈরি করত ব্রিটিশ সংস্থা। ব্যাক্তিগতে সংগ্রহ রাখার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে এই মডেল আনিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনয়াক।
৩. নর্টন জুবিলি 250:
নর্টন ব্র্যান্ডের সেরা মডেলটিও ধোনির গ্যারাজে সযত্নে রয়েছে। পুরনো নিল-সাদা মডেল। আজকের জেন Y এ মডেলের দিকে ঘুরেও তাকাবে না। তবে লঙ ড্রাইভে এমন বাইকে রাইডের মজা ধোনি মতো অতিবড় বাইক প্রেমীরাই একমাত্র বুঝবেন।
৪. হার্লে ডেভিডসন ফ্যাট বয়:
মডেলের নাম পড়েই বুঝে গিয়েছেন এ জিনিস ধোনিকেই মানায়। দাম প্রায় ১৭ লাখের কাছাকাছি। বহুবার এই বাইকে চেপে রাঁচির রাস্তায় হাওয়া খেতেন মাহি।
৫. কায়াসাকি নিংজা H2:
ধোনির সংসারে এটি নতুন সংযোজন। ২০১৫ সাল এটির মালিক হন ক্যাপ্টেন কুল। গাড়িটি হাতে পেতেই সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। স্পোর্টস বাইকের দুনিয়ায় কায়াসাকি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। মুহূর্তেই গতির ঝড় তুলতে পারে এই বাইক। এর দাম শুনলে চেয়ার থেকে পড়ে যেতে পারেন আপনি। ২০১৭ সালের বাজারদরে একটি মডেল কিনতে গুণতে দিতে হবে ২৯ লাখ টাকা।
এখানেই শেষ নয়, এছাড়া ধোনির গ্যারাজে রয়েছে Confederate X132 Hellcat, Yamaha Thunderca Yamaha FZ1 মতোন একাধিক স্পোর্টস বাইক। সত্যিই ধোনির বাইক প্রীতির কাছে সবাই হার মানবে! সেলাম ‘ধোনি দ্য বাইক ম্যান’।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৭/ ই জাহান