দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আগামী ১৮ আগস্ট আসবে অস্ট্রেলিয়া। যার জন্য বাংলাদেশের প্রস্তুতিও থাকছে সর্বোচ্চ। আর সব সংশয় কাটিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের।
অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহরাও। যার রোমাঞ্চটাও অনুভব করছেন তারা।
মুশফিক মনে করেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। পাশাপাশি বললেন, 'শুধু আমি না আমাদের দলে অনেকেই আছে অনেক বছর খেলেও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট খেলবে। আমরা ওয়ানডে খেলেছি কয়েকটা। তবে সে সংখ্যাটাও খুব কম। টেস্ট খেলিনি। এটা অনেক বড় রোমাঞ্চ হবে। আর যার রোমাঞ্চটা উপভোগ করতে চাই।'
বিডি প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৭/ ই জাহান