সেরেনা উইলিয়ামস, ২৩টি গ্রান্ডস্লাম জয় করেছেন তিনি। কিন্তু কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি। আক্ষেপ করে বলেছেন, 'গ্রান্ড স্লাম রেকর্ড ভাঙার চেয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই কঠিন'।
তিনি আরো বলেন ‘টেনিস ক্যারিয়ারে আমি অসম্মানিত হয়েছি। আমারা সতীর্থরাই সেটা করেছে। ভেঙে বললেন, পুরুষ প্লেয়াররা সেটা করেছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন, যন্ত্রণার মুহূর্ত কোনটা প্রশ্ন করলে বলব, যখন এই ধরনের বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হয়েছি, ঠিক তখন।
এই ধরনের মন্তব্য টেনিস কোর্টে এবং কোর্টের বাইরে শুনতে হয়েছে আমায়। আমি লাকি বলে, পরিবার আর বন্ধুদের পাশে পেয়েছি। আর ওরাই আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দিয়েছেন।
তবে এই ধরনের মন্তব্য, কৃষ্ণাঙ্গ প্লেয়ারদের সঙ্গে এই বৈষাম্য সত্যিই কষ্ট দেয়।’ এরপরই সেরেনা বলেছেন মোক্ষম কথাটা, ‘গ্রান্ড স্লাম রেকর্ড ভাঙার থেকেও কঠিন হল সমাজের এই বৈপরীত্য, লিঙ্গ ও গায়ের রঙ নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমি বিশ্বাস করি, একজন নারীর সম অধিকার প্রাপ্য। আমার মা, আমার মেয়ে, আমার বন্ধু, আমার বোন, আমার আত্মীয় সবার প্রাপ্য সমান পারিশ্রমিক।
সেরেনা আরো বলেন, কৃষ্ণাঙ্গ নারী: এবার সোচ্চার হও। সমঅধিকার এবং সম–পারিশ্রমিকের জন্য। তোমরা যতবার আওয়াজ তুলবে, ততই সহজ হবে আগামী প্রজন্মের জীবন। ততই প্রতিষ্ঠিত ও স্বীকৃত হবে তাদের অধিকার।’
বিডি প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৭/ ই জাহান