ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হ্যাট্রিকের জন্য নিজের বোলিং কোচ পাকিস্তানের সাকলাইন মুশতাককে কৃতিত্ব দিলেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজে ওভালের তৃতীয় ম্যাচের পঞ্চম দিনে জয়ী হয়ে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। তবে কেবলমাত্র একজন খেলোয়াড়ের ঐতিহাসিক অর্জনের মাধ্যমেই এমন জয়ের আশা দলের অনেকেই করেননি।
ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আলীর হ্যাট্রিকের সুবাদেই দ্রুতই এমন জয় সম্ভব হয়েছে। ১১৫ বছর পর ইংল্যান্ডের হয়ে ওভালে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের কৃতিত্ব দেখালেন মঈন। এর আগে ১৯৩৮ সালে ইংলিশ স্পিনার হিসেবে প্রথম হ্যাট্রিক করেছিলেন টম গোডারাড।
মঈন বলেন, ‘ফুটবলে আমার কয়েকটি হ্যাট্রিক আছে। তবে এটার অনুভুতি সম্পূর্ণ ভিন্ন, অনেক বেশি সুখের। আমি সাকলাইন মুশতাকের সঙ্গে বেশ কিছু দিন যাবত কাজ করছি এবং তিনি আমার বোলিং নিয়ে অনেক সাহায্য করছেন। এখন সব কিছু ঠিকমত হচ্ছে। আমরা অনেক আলোচনা করি এবং অনুশীলনের চেয়ে এখন আমি অনেক বেশি বোলিং করি। তার বদৌলতেই আমার এ সাফল্য।’
বিডি প্রতিদিন/২ আগস্ট ২০১৭/এনায়েত করিম