প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে কে না ভয় পায়। বল হাতে তিনি যখন ছুটতে শুরু করেন, তখন পিলে চমকে যাওয়ার জোগাড় হয় ব্যাটসম্যানদের। কিন্তু কোন ব্যাটসম্যানকে ভয় পান স্টেইন তা কিন্তু সবারই অজানা।
দক্ষিণ আফ্রিকার এই পেসার নিজেই রহস্য ফাঁস করেছেন। প্রকাশ করেছেন, কাকে তিনি ভয় পান।
এক সাক্ষাৎকারে স্টেইন বলছেন, ‘‘আমি অতীতে ভারতের মাটিতে খেলেছি। বীরেন্দ্র শেবাগের মতো ব্যাটসম্যানের বিরুদ্ধেও খেলেছি। শেবাগ যে কোনও বোলারের কাছেই দুঃস্বপ্ন। চেন্নাইয়ে ৩০০ করেছিল শেবাগ। সেই ম্যাচটা থেকে বুঝেছি, শেবাগের বিরুদ্ধে সামান্য ভুল করলেই, শাস্তি দেবে সে।’’
বিডি প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৭/ তাফসীর