ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। ডাক পাওয়া ফাস্ট বোলার দুশমন্থ চামিরা ও লাহিরু গামাগে।
এদিকে, কলম্বো টেস্টের দল থেকে বাদ পড়েছেন দানুস্কা গুনাথিলাকা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন নুয়ান প্রদীপ, আর রঙ্গনা হেরাথকে দেওয়া হয়েছে বিশ্রাম।
প্রদীপ ছিটকে যাওয়ার পর চামিরার দলে আসাটা প্রত্যাশিতই ছিল। যদিও গত বছরের ডিসেম্বরের পর তিনি কোনো টেস্ট খেলেননি।
গামাগের দলে ডাক পাওয়াটা অবশ্য চমক হয়ে এসেছে। এ বছরের শুরুতে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছিলেন। তবে গত মাসে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৭ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন। ২৯ বছর বয়সি এই পেসার শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়ানডে খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি।
পাল্লেকেলেতে আগামী ১২ আগস্ট শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ভারত।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত