অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দিলেন দেশটির সাবেক টেস্ট উইকেট রক্ষক ব্র্যাড হাডিন। তিনি দলের ফিল্ডিং কোচ হিসেবে ২০১৯ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন দায়িত্ব নিয়ে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে যোগ দেয়া সাবেক অসি ব্যাটসম্যান গ্রেগ ব্লিউয়েটের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হাডিন।
৩৯ বছর বয়সী হাডিন ইতোপূর্বে অস্ট্রেলিয়া এ’ এবং এ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পাকিস্তান প্রিমিয়ার লীগে একবার ইসলামাবাদের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।
হাডিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে চলতি মাসের শেষ দিকে দুই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর।
এক বিবৃতিতে হাডিন বলেন, ‘এন্ড্রু সাইমন্ডস এবং রিকি পন্টিংদের মত খেলোয়াড়দের যুগে আমি বড় হয়েছি। যারা সত্যিকারভাবেই অস্ট্রেলিয়ার ফিল্ডিংকে বিশ্বমানের পরিচিতি এনে দিয়েছেন।
‘আমি এ দলটাকে একই ধরনের মানদণ্ডে ধরে রাখতে চাই। আমার বিশ্বাস সেটা করার মত প্রতিভা আমাদের আছে এবং আমি চ্যলেঞ্জের অপেক্ষায় আছি।’
৬৬ টেস্টের ক্যারিয়ারে ২৬২টি ক্যাচ নিয়েছেন হাডিন। এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ১২৬ ওয়ানডে ও ৩৪টি টি-২০ খেলা হাডিন ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/এনায়েত করিম