২০১৪ সালের পর বিশ্ব র্যাঙ্কিংয়ে আর শীর্ষে উঠা হয়নি রাফায়েল নাদালের। তবে বর্তমানে দুই নম্বরে থাকা এই স্প্যানিশ তারকা রজার্স কাপের সেমিফাইনালে উঠতে পারলেই তিন বছর পর আবারও শীর্ষে চলে আসতেন। কিন্তু স্থানীয় উঠতি তারকার হাতেই শেষ পর্যন্ত হারতে হয়েছে নাদালকে!
মন্ট্রিয়ল ওপেনে কানাডার তরুণ খেলোয়াড় ডেনিস শাপোভালভ স্প্যানিশ কিংবদন্তিকে হারিয়ে দিলেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৬-৪) সেটে। ফলে রজার্স কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হল বিশ্বের দু’নম্বর টেনিস তারকাকে।
ওয়াইল্ড কার্ড নিয়ে এই টুর্নামেন্টে নামা ডেনিসের বয়স মাত্র ১৮। এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে এত কম বয়সে কখনও কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে ওঠেননি। সেই দিক থেকে নাদালকে হারিয়ে শুধু যে অঘটন ঘটালেন তিনি, ইতিহাসও গড়লেন।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/মাহবুব