আগামী মাসে বিশ্ব একাদশের বিপক্ষে একটি প্রীতি টি-২০ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে নিশ্চিত করেছে এসএলসি’র একটি সূত্র।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার এক ম্যাচের টি-২০ সিরিজ শেষ হবার দুইদিন পরে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে বর্তমান ও অবসরে যাওয়া সাবেক তারকাদের উপস্থিতি আশা করা হচ্ছে। বিদেশি খেলোয়াড়দের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং শিগগিরই তাদের নাম নিশ্চিত করা হবে বলে সূত্রটি জানিয়েছে।
প্রীতি এই ম্যাচটি থেকে সংগৃহীত অর্থ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করা হবে। এছাড়া জটিল কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা খাতেও এই অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ বছরে এই রোগে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/এনায়েত করিম