পাল্লেকেলেতে ইতিহাস গড়লেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের বর্তমান উইকেটরক্ষক তার শততম প্রথম শ্রেণীর ম্যাচটি খেলে ফেললেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়ে ফেলেন ঋদ্ধি। ভারতের এই উইকেটরক্ষক নিজের ক্যারিয়ারের আঠাশতম টেস্টটি খেলছেন পাল্লেকেলেতে।
শততম প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামার আগে বিরাট কোহলি সহ ভারতীয় দলের সদস্যরাও ঋদ্ধিকে শুভেচ্ছা জানান। প্রথম শ্রেনীর ক্যারিয়ারে ঋদ্ধি ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজার রান করে ফেলেছেন। ব্যাট হাতে তার সর্বাধিক রান অপরাজিত দুশো তিন।
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর