তিনি ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে৷ কিন্তু তার মধ্যেই হার্দিক পাণ্ডে যা করে গেলেন, টেস্টের ১৪০ বছরের ইতিহাসে কেউ তা করে দেখাতে পারেননি৷ আট নম্বরে ব্যাট করতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে এসে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে লাঞ্চের আগেই শতরান করলেন পাণ্ডে৷
প্রথম দিকে কয়েক ওভার দেখে খেলার পরই হাত খুলে খেলতে শুরু করেন পাণ্ডে৷ হেরাথ না থাকায় এমনিতেই লঙ্কান বোলিংয়ে তেমন ঝাঁঝ নেই৷ রবিবার সকালে দ্বীপরাষ্ট্রের বোলিংকে ছারখার করে দিলেন ভাড়োটেড় এই তরুণ অলরাউন্ডার৷
দিনের শুরুতে ব্যট করতে নেমে লাঞ্চের আগেই প্রথমবার শতরান করেছিলেন অস্ট্রেলিয়ারই ভিক্টর ট্রাম্পার (১৯০২)৷ এরপরে চার্লি ম্যাকার্টনি (১১২* বনাম ইংল্যান্ড, ১৯২৬), ডন ব্র্যাডম্যান (১০৫* বনাম ইংল্যান্ড, ১৯৩০)৷ ৪৬ বছর পরে এই তালিকায় যোগ হয়ে পাকিস্তানের মজিদ খানের নাম৷ ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচিতে লাঞ্চের আগেই শতরান (১০৮) করেন। তারও ৪০ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড আবার স্পর্শ করেন ওয়ার্নার৷ এবার ডন-ট্রাম্পার-ওয়ার্নারদের রেকর্ডে ভাগ বসালেন পাণ্ডে৷
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর