ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ক্যারিবীয়দের নতুন চিন্তায় ফেলেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ডার্বিশায়ারের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ২০টি নো বল করেছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে সাই হোপ, কাইল হোপ ও রোস্টন চেজের সেঞ্চুরিতে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে তারা। এরপর ডার্বিকে ১৮১ রানে অলআউটও করে ক্যারিবিয়রা। কিন্তু এত সাফল্যের পরও গ্যাব্রিয়েলের বোলিং চিন্তায় ফেলেছে সফরকারীদের।
মাত্র ৯ ওভার বোলিং শেষ করতে ২০টি নো বল করেন গ্যাব্রিয়েল। এর মধ্যে একবার টানা তিনটি নো বল করেন। তিন ওভারের মধ্যে এমন ঘটনা সাতবার ঘটান এই পেসার।
এবারই প্রথম নয়, আগেও নো বল সমস্যায় পড়েছেন গ্যাব্রিয়েল। ২০১৫তে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে এমন কঠিন সময়ের মুখে পড়েছিলেন তিনি।
বিডিপ্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৭/ ই জাহান